কথায় কথায় ওঠে তোমার কথা
দিবস এলে শুনি সবার মুখে
সব মনে হয় তোমার আঁকা ছবি
এখনও জীবন্ত যেন বুকে।
জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বলে
ঐ পতাকা ঐ পতাকা ঐ পতাকা ওড়ে ।
দাঁড়িয়ে উদাস নদ-নদীর তীরে
দেখছি কত নাও ভীড়ছে ঘাটে
আসনি আসবেও না জানি
আগের মতো অভ্যাসে দিন কাটে ।
জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বলে
ঐ পতাকা ঐ পতাকা ঐ পতাকা ওড়ে ।
তোমার ডাকে-
দূ্র্গ গড়ে ওঠে ঘরে ঘরে ।
তোমার ডাকে-
পাখিরা গান করে আঁধার ঘরে ।
তোমার ডাকে-
ভেদাভেদ ভুলে সব ওঠা-বসা করে ।
তোমার ডাকে-
জেগে ওঠে বাঙ্গালী স্ব-সশ্ত্র হয়ে ।
তোমার ডাকে-
স্বাধীনতা এলো ঘরে
ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে ।
সেই তুমি নেই আজ ভাবতেই অবাক লাগে ।
জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বলে
ঐ পতাকা ঐ পতাকা ঐ পতাকা ওড়ে ।