নতুন পাতার গল্প যখন মুখে
মুখে,তখন হঠাৎ হঠাৎ কানে বাজে
শুকনো পাতার হর্ষ ধ্বনি।
আহা ! পাতা ঝরুক যত খুশি।
অস্থিরতার প্রয়োজন ছিলো না কিন্তু
অপেক্ষার মেওয়া নিছক হারানোর ভয়ে
প্রতিশ্রুতির উপমা গুলো দ্রুত বদলে যায়
কখন না জানি।
আহা ! পাতা ঝরুক যত খুশি।
স্রোত বলো আর প্রবাহই বলো যা আজও
লক্ষ্যে পৌঁছেনি গন্তব্য না জানায় অথবা
কল্পলোকের স্বপ্ন ভঙ্গের শংকায় ।
আহা ! পাতা ঝরুক যত খুশি।
যে কোন মূ্ল্যে পাওয়ার
আকাঙ্খা ছিলো না বলে প্রশান্তির সাগরেও
ঢেউ ওঠে,মুছে যায় অস্থিত্বের সীমারেখা।
উদ্ভট ভাবনায় আমি পাড়ি দেই
রাতের মরুভুমি।
আহা ! পাতা ঝরুক যত খুশি।
আশাবাদীরা চিরকাল নতুন পাতার স্বপ্ন দেখে।
দেখুক।