: চলো হেঁটে আসি
কোথায় ?
: কাছেই গলির শেষ বাড়ীটার কাছে,
বড় সড়কটা ব্যস্ত যেখানে সারাক্ষন।
: না ,চলো দূরে কোথাও,
জল বালি ,বাতাস আর প্রবাল গুলো
যেখানে সারাক্ষন আমাদের পূনঃরাগমনের অপেক্ষা করে।
: সঙ্গে কে কে যাবে ?
যারা যেতে চায়,কিংবা যারা বিশ্বাস করে তুমি ফিরে আসবে।
:এমন কে কে আছে ?
প্রথমা আছে , আসওয়াদ আছে, ওয়াসি আছে
অর্থী অনূ ঐশী মূন ও রাব্বী আছে ।
: আস্থা কি কথা বলতে শিখেছে ?
বুঝতেও শিখেছে পঁচা মানে ভালো নয়।
: অধরা কি পড়ে ?
আম পাড়া।
: টুইঙ্কল টুইঙ্কল লিটিল লিটিল মিউজিক করে কে ?
লন্ডন প্রবাসী সোলেমান রশিদের ছোট মেয়ে ।
ভারী মিষ্টি গলা।
: আপাতত কোথাও যাওয়ার ইচ্ছ নেই বরং গান শুনি........
জলে ভেজা লতা পাতা
ডালে বসা কাকটি
ঝড়ো ঝড়ে যায় পড়ে
গাছ পাকা আমটি।
ডানে কে বাঁয়ে কে
উৎসুক দৃষ্টি।
রিম ঝিম রিম ঝিম
অবিরাম বৃষ্টি।
মেঘে মেঘে বেলা যায়
ছাতা মাথায় লোকটি।
থেমে থেমে অনুরাগে
মেঘ ডাকা রাত্রি।
ঘুমহীন আমি একা
জেগে আছ তুমি কি?
পিচ্ছিল রাস্তায়
চিৎপাত ছেলেটি।
লুটোপুটি হেসে ক্ষুণ
জানালার মুখটি।