কেহ নয় কেহ - পুড়ে ছাই দেহ।
অনল প্রবাহ - শোকের আবহ ।
নহ মাতা নহ - নহ মাতামহ ।
নহ পিতা নহ - নহ পিতামহ ।
কেহ নয় কেহ একা প্রত্যহ
বহো নদী বহো জলের বিরহ।।
গৃহ নাই গৃহ - সব গৃহদাহ।
মনের কলহ - দূরহ প্রদাহ।
নীরবে সহ - আড়ালে কহ।
নহ ভগ্নী নহ- নহ ভ্রাতা নহ।
কেহ নয় কেহ একা প্রত্যহ
বহো নদী বহো জলের বিরহ।।
যতদূর চাহ - ভুল সমারহ।
শুনি অহরহ - বিচ্ছেদী গাহ।
যদিও অসহ - শুধু উৎসাহ।
নহ বধু নহ - নহ তুমি নহ।
কেহ নয় কেহ একা প্রত্যহ
বহো নদী বহো জলের বিরহ।।