হও তবে হও কৃষ্ণচুড়া
ফাগুন পলাশ বনে।
হও তবে হও প্রেমিক কবি
কাব্য কথায় গানে।
হও তবে হও রঙ্গিন ঘুড়ি
টালমাটাল আকাশে।
হও তবে হও ফুলের সুবাস
উত্তরী বাতাসে।
হও তবে হও জলছবি হও
স্মৃতি আঁকা পটে।
হও তবে হও মন মাঝি হও
নাও ভিড়াইও তটে।
হও তবে হও পদ্ম পাতা
শান্ত দীঘির জলে।
হও তবে হও পথের সাথী
যে পথ গেছে ভুলে।
হও তবে হও বাশেঁর বাশী
মাতাল সূরে প্রেম জাগে।
হও তবে হও স্রোতের নদী
সারা জনম পাড় ভাঙ্গে।
হও তবে হও ঝড়া পাতা
মান অভিমান ভুলে ।
হও তবে হও ঘর বিবাগী
বন্ধ দুয়ার খুলে।
হও তবে হও শহীদবেদী
রক্তরাঙ্গা রাজপথে।
হও তবে হও দেশদ্রোহী
দেশ মেলে না যার সাথে।