জড়তা
বিষন্নতা
নিমগ্ন চিন্তায়-বেশী গভীরে ফাঁকা।
অলসতা
উদাসীনতা
বিবর্ন ভাবনায়-কিছু স্বপ্ন আঁকা ।
সততা
নির্ভরতা
বিশ্বাস ভেঙ্গেছে শুধু সরলতা।
ব্যর্থতা
অপারগতা
অজুহাতে ঢাকা থাক কিছু দুর্বলতা ।
কপটতা
সংকীর্ণতা
মানুষিকতায় নেই সৃজনশীলতা।
হৃদ্যতা
বন্ধুতা
ভালোবাসা ইদানীং বিলাসিতা ।
বৈরীতা
শত্রুতা
দিন দিন বাড়ছে হীনম্মন্যতা।
চঞ্চলতা
স্বপ্নহীনতা
ঘরছাড়া করেছে অস্থিরতা ।
উদারতা
সহনশীলতা
হারিয়েছে মাতা আজ নিরপক্ষেতা ।
নিষ্ঠুরতা
বর্বরতা
কোথাও দেখিনা আর মানবতা ।
নাচতেই জানি না
আবার উঠোনও বাঁকা।।