ঘুরে ফিরে একই কথা
একই বিষয় নিত্যদিন।
আড্ডা শেষে ঘরে ফিরে
নিজেই সাজো অর্বাচীন।
কোথায় তোমার ভালোবাসা
কোথায় ছিলে এতোদিন ।
আকাশ কুসুম স্বপ্ন নিয়ে
সাধ মেটেনা কোনদিন ।
দূরের বাদ্য বড়ই মধুর
কাছে এলে হয় মলিন।
দূরে আছো দূরেই থাকো
পথচলাটা থাক স্বাধীন।
আমার কথার ব্যঞ্জনায়
কার হৃদয়ে বাজল বীণ।
কে হয়েছ তীর্থ যাত্রী
কে হয়েছ উদাসীন ।
সব উত্তর জানে বলে
আকাশ উদাস প্রশ্নহীন