আমি কি লিখি?
আমি জানি,আমি কছুই জানি না ।
কিছু পরিচিত অক্ষর
ঝন ঝন করে বাজে এমন কিছু শব্দ
প্রসব বেদনা কাতর কলমের জরায়ুতে
নিয়মিত খেলা করে ।
ভূমিষ্ট হলে সাদা কাগজে
ভাববাদী কবিদের অক্ষর বপন করা
ফসলের কাব্যে আগাছার মতো বেড়ে ওঠে ।
কবিতা কি আমি বুঝি না,
কিন্তু কবিতাকে ভালোবাসি বলে
আগাছাকে ভালোবাসি পরগাছা হয়ে ।
আমি কি লিখি?
আমি জানি,আমি কছুই জানি না ।
তবু বলে-রাখি
এসব আকাঁ-আকিঁ লেখা লেখি
খামাখা মিছে মিছি ।
মিথ্যে বিনয় ভালো আছি ।
কসম আল্লাহ
কেউ কেউ বাঁচার জন্য খাই ,
কেউ কেউ খাবার জন্য বেঁচে আছি ।
ইদানীং
আমার আমিষে দারুন রুচীঃ
আহাঃ
মাছ মাংস দুধ ডিম এবং তুমি ।