সত্যের তাড়না অবারিত ধারায় বয়ে চলে
মানমন্দিরে, কিন্তু প্রবৃত্তি তা সত্য হতে দেয় না
জীবনের চারিপাশে মিথ্যের দেয়াল
মিথ্যের ঘোর যেন আমৃত্যু সুধা, কিছুতেই কাটে না।
ভালো হওয়ার আকাঙ্ক্ষা নিত্য জাগে চৈতন্যে
অশুভচিহ্ন ভেঙ্গে ঘটুক তবে শুভ কিছু!
স্রষ্টাকে চেনার তীব্র প্রচেষ্টা যেন নিমিষেই হারায়
মানস পূজোয় আত্ম-খোরাক নিচ্ছে পিছু।
সৃষ্টির শুরু হতে অনন্তকালের বহমানতায়
সৃষ্টির অন্তর চক্ষু পাপের পঙ্কিলতার দিকে
কলুষতার ক্ষেত্র যেখানে আজন্ম অন্তরের বিচরণকাল
সেখানে তার অর্থ খুঁজে ফেরা যেন আটক হওয়া চির রহস্যময়তার শিকে।
তবুও মানুষ চেষ্টা করে যায় নিষ্কলুষ হওয়ার
ভালো হওয়ার, যে মানুষ প্রকৃত্য মনুষ্যত্বের ছোঁয়া পেয়েছে
হয়তো এতেই সৃষ্টির সেরা সফলতা নিহিত।