জগৎ জুড়ে ঘুরেফিরে বুঝেছি যা কিছু
মনের জোরে হেসেখেলে করেছি পাপ শুধু,
অন্ধকারে বাধ্য জীবন ব্যার্থ সবই আজ
জীবন খেয়ায় সদাচারে হতাশা করছে বিরাজ।
নিত্য আমি সকাল-সাঁঝে জগৎ পথে হেটে
পাপের খেলায় মরেছি সদা ভীষণ খেটে খেটে,
অনায়াসে খুঁজে ফিরে সঙ্গী সাথী নিয়ে
অসৎ পথে পা দিয়েছি সদা নির্ভয়ে।
মানুষ নামের মুখোশ পড়ে নিয়মের আড়ালে
গর্ব করে কেটেছে জীবন পাপের বেড়াজালে,
অমানুষদের ভীড়ে, অসাড়ে হারিয়ে মনুষ্যত্ব
মর্তের অশুভ নর্দমাতে খুঁজে ফিরেছি রত্ন।
জীবন নদের শেষ কিনারে ভেবে খুঁজে পাই
কাটলো দিবস ভুলে ভুলে লক্ষ হতাশায়
ভুল পথে হেঁটে হেঁটে হারিয়ে ফেলা উপল
সারাবেলা স্মরন করে ফেলি চোখের জল।
শুভকর অনুতাপে ভালোবাসার বন্ধনে
ভুল বুঝে, পা দিয়েছি সত্য পথের সন্ধানে।