[১]
মনের কোণে মায়া বুনে অহং দূরে রেখো,
ক্ষুদ্র মনে গরীব জনে সহায় হয়ে দেখো।
তবেই পাবে পুলক দেখা মিলবে সুখের তরী,
গুণী জনের ভীড়ের মাঝে তোমার নামটি লেখো।

[২]
দুষ্টু মনকে শাস্তি দিয়ে নামাজ কায়েম করো,
পাপের রাস্তা দূরে ঠেলে সঠিক পুণ্য ধরো।
বাঁচো তুমি সিংহ বেশে মহা মানব হয়ে,
সঠিক মতে সত্য পথে বিশ্ব জগৎ গড়ো।

[৩]
খেলা ছেড়ে চলরে খোকন নামাজ পড়ে আসি,
ছাড়লে নামাজ শাস্তি পাবো হলে পরবাসি।
নামাজ ছাড়া প্রভুর কাছে মিথ্যে জবাব দিলে
চোখের জলে ভাসতে হবে পড়বে গলায় ফাঁসি।

[৪]
আপন ঘরে ফসল ফলাও সত্য কর্ম করে
সত্য কথায় সর্ব ক্ষণে মিথ্যে রাশি মরে!
হারাম ছেড়ে লালসা ঝেরে খুঁজো মনে শান্তি,
সারাজীবন চলতে থাকো সঠিক পথটি ধরে।

[৫]
মনকে আমার যতোই বুঝাই অধিক যত্নে পুষে
মনটা আমার পাপের দিকেই যাচ্ছে মহা হুঁশে,
মনকে শত সাজার পরে মনের মতোই চলে
মনকে শুধু পাই যে খুঁজে হাজার শত দোষে।