সবুজ মাঠে পুকুর ঘাটে
পাশেই ছোট্ট হাট,
তারি মাঝে গ্রামের ভাঁজে
আছে পুরানঘাট।

পুরানঘাট এই নামের মাঝে
হারাই বারে বার,
এই গ্রামেতেই জন্ম নিয়ে
দেখছি জগৎ দ্বার।

সরু পথের লম্বা রেখায়
মুগ্ধ হয়ে মন,
নীরব চোখের অশ্রু জলে
খুঁজে আপন জন।

সবুজ ক্ষেতে শস্য বাহার
গাছের ডালে ফল,
দেখলে উষ্ণ পরাণ জুরায়
বাড়ে হৃদয় বল।

শৈশব মাখা মধুর জীবন
সেথায় খুঁজে যাই,
মনের মাঝে সর্ব ক্ষণে
ধরে রাখি তাই।