পুলিশ তোমার পোশাক বদল হলেই
যাবে তুমি দিব্যি পাল্টে বলো!
আমার ভাইয়ের রক্ত তোমার হাতে
তার ঋণ শোধ হবে কি কভু?
পুলিশ তুুমি জনমানুষের সেবক
পোশাকধারী সন্ত্রাস তুমি নও,
অথচ তা খুব সহজেই দেখি
মানুষ মারার ভূমিকাতে রও।
মানুষ তোমার বন্ধু হবার কথা
যেমন করে ভাইয়েরা থাকে পাশে,
পুলিশ মানেই ভয়-ভীতি সন্ত্রাস
লোক জনেরা নিত্য কাঁপে ত্রাসে।
এমন পুলিশ এই দেশে না থাকুক
পুলিশ নামের কলঙ্ক যে রটায়,
দেশদ্রোহী সে বিশ্ব চিনুক তারে
পুলিশ নামে অসৎ কাণ্ড যে ঘটায়।