ক’জন মিলে যাচ্ছে হেঁটে
মনু মিয়ার ঘরে,
পানি পানের ছলনা করে
কনে দেখার তরে।
কনে যখন নয় সে কালো
বাছাই করে তারা,
ছেলের বাবা ফর্সা মেয়ে
দেখেই বলে দাঁড়া!
পা’গুলো দেখ সজাগ হয়ে
কালো নেই তো তাতে,
কালো হলেই গেল সবই
যতোই ভালো জাতে।
গায়ের রঙে ভীষণ দামী
ছেলেও যবে রাজি,
নয়তো দেরি একটু ক্ষণে
জলদি ডাকো কাজী।
নতুন বধূ ঘরে যখন
কাজে নেই তো মন,
রূপের মোহ দেখায় সদা
দূরে পালায় জন!