সত্য থেকে বেরিয়ে যাওয়া সমাজ
নর্তকীকে শ্রেষ্ঠত্ব বানায়,
এ তো দুই কুকুরের মাঝে তুলনা
শ্রেষ্ঠত্বের সংজ্ঞা যেখানে বড্ড বেমানান
দুর্গম অমানিশায়।

পাটাতন ভেঙে যাওয়া জাহেলিয়াত সম্প্রদায়
গভীর দুর্দশায় জীবনের ক্ষণ গুনে__
পথহারা পথিকের মিথ্যের সম্মোহন
সর্বদা সারাক্ষণ অনিষ্টের বীজ বুনে..

গুণীজনের সম্মান ভুলে যাওয়া জাতিকুল
পতিতার সম্মানে মুকুট জুটে, তবে__
অসত্যের কাছে কভুও কী হেরে যায় বীর
বেঁচে থাকার ক্ষীয়মাণ গৌরবে?

এ তো নয় প্রকৃত চিনে ফেলার জায়গা
সম্মান কাকে বলে আসবে সে সংজ্ঞা_
মিথ্যের রাজত্ব হেরে যাবে অচিরেই
সেইদিন বেঁচে রবে গুণীজন আর প্রজ্ঞা।