পাপ আমার সদা-সঙ্গী আমি অধম পাপী
সকাল সন্ধ্যে নিত্য নতুন পাপের খেলায় মাতি
পাপের নৌকায় ভেসে ভেসে হারিয়েছি সত্য
নিকষ কালো ধোঁয়াশায় নীতি করে নৃত্য
পুণ্য সে তো বহুদূরে যায়না তারে ছোঁয়া
পরিতাপে অঙ্গার এ চিত্তে ভাসে ধোঁয়া
সঙ্গী-সাথী নিয়ে হেলায় কাটিয়েছি বেলা
হেসে খেলে পাপসাগড়ে ভাসিয়েছি ভেলা
সকাল হতেই ডায়েরি নিয়ে লিখে তাতে সাধ
পা ফেলে ভুল পথে কাটলো কতো রাত
শান্তিছবির খুঁজে আমি এ ধরণী মাঝে
দিনকতো পেরিয়ে গেলো নানা রকম সাজে
চাওয়া আমার থাকলো বাকি পাওয়া হলো শূন্য
পাপের ভীড়ে মন হারিয়ে হয়েছি জঘন্য
আকাশ পানে তাকিয়ে খুঁজি সাদা রঙের আভাস
বিরহে মন নিকশ কালো ছেয়ে গেছে নিরাশ।
পাপী জেনেও নিজের পাপ কভু গুনি নাই
অন্যের পাপের সমালোচনা নিত্য করে যাই
যন্ত্রনায় গাঁ পুড়ে যায় কষ্ঠে কাঁপে বুক
নৈরাশ্যতে ব্যার্থ জীবন মরীচিকা সুখ
পাপে ভাসে এ ধরণী পূণ্য আছে বটে
এ পৃথিবীর সবাই পাপী, সত্য তবে রটে
অল্প কিছু মণীষী বাদে পাপে পূর্ণ সকল
স্রষ্টার সর্ব সৃষ্টির মাঝে পাপ ধ্রুব ফসল
তথাপি এ মনে জাগে মুক্ত হবার স্বাদ
পূণ্যের দিকে সদা ছুটি শতো করে বিবাধ
ভুল করে তবু আমি পাপনদে ডুবি
পাপি জেনেও পাপকে আমি ঘৃণা করি খুবই।