এই যে ব্যস্ততায় ভরপুর জীবন
এই যে হাতে একটুও সময় নেই
এই যে স্বপ্নের পেছনে ছোটা
চাওয়াটুকু অবশেষে পড়ে থাকে যেই।
যেখানে, মৃত্যু আমাকে জন্মের ও পূর্বে
নিয়েছে ভীষণ আপন করে,
সেখানে আমি কি পেরেছি মৃত্যুকে
চিরআপন করে নিতে?
দিনের অনন্তকালের আলো-আঁধারে
এই যে আমার সঙ্গী খুঁজে চলা,
সত্যটা রয়ে যায় আড়ালেই, সদাশয়
স্রষ্টার অবাধ্যতায় ভুলভাল বলা।
তবুও খুঁজে ফেরা সুখ অনন্তকালের
শ্রমের ফলাফল যেন না হয় শূন্য,
পাপের ধরিয়ায় পাপিষ্ঠ অন্তরে
রয়েছে অল্পই পুণ্য।