ইচ্ছে হয়, যদি আকাশ হতে পারতাম!
তাহলে আমার বিস্তৃত বুকের মোহনায়
মানুষের কষ্টের দীর্ঘশ্বাস টুকু অনায়াসে বুকে নিতে পারতাম।
আমাকে দেখে আফসোস করতো মানবকূল
মানুষের দেওয়া হাজারো কষ্টের তীর কখনোই
আমার বুকে গিয়ে বিঁধতো না।
ইচ্ছে হয়, যদি নদী হতে পারতাম!
তাহলে অনবরত পানির কল্লোলে ধরণীর বুক ছিড়ে
বয়ে চলে যেতাম দেশ থেকে দেশান্তরে,
অশান্ত পৃথিবীর এতোসব অপকর্ম
অসৎ মানব কারখানার এতোসব হত্যাযজ্ঞ
মানুষে মানুষে স্বার্থরক্ষার যুদ্ধের হানাহানি
এ সমস্ত অন্যায়ের মর্মভেদী যন্ত্রণা
এতো বড় বুকে আমাকে কখনোই স্পর্শ করতো না,
আমার বুকে ভেসে যাওয়া লাশগুলোকে মাছের পেঠে পাঠিয়ে দিতাম
একটুও উদ্বেগ হতাম না আমি।
ইচ্ছে হয়, যদি পর্বত হতে পারতাম!
শির উঁচু করে পৃথিবীর কোষীয় গহ্বরে দাড়িয়ে থাকতাম
বছরের পর বছর।
মানুষকে ভ্রমন আনন্দে আজীবন শিখিয়ে যেতাম
ভালোবাসার প্রকৃত আনন্দের স্বাদ।
মানুষকে বুঝিয়ে দিতাম ঐক্যতাই পারে পৃথিবীকে সুন্দর করতে
যেরকম আমার কাছে দলবদ্ধভাবে সবাই ছুটে আসে।
ইচ্ছে হয়, যদি সমুদ্র হতে পারতাম!
লবণাক্ত পানির স্পর্শে ভেসে বেড়াতাম পৃথিবীর এক তৃতীয়াংশ
মানুষকে এটা শিখাতাম শুধু বড় হলেই পৃথিবী জয় করা যায় না
একতা বিহীন ইতিবাচকতা ছাড়া
যেমন কেউ আমার কাছে আসতে পারেনা
তেননিভাবে ঐক্যবিহীন ভাবে স্বার্থপরায়নে চললে পৃথিবী ঠিকে না
বরং ধ্বংসের দিকে আরেক দাপ এগোয়।
আমি আকাশ, নদী, পর্বত, সমুদ্র
তার কিছুই হইনি, মানব হয়ে জন্মেছি
তাই মানবতার ক্রান্তিলগ্নের চূড়ান্ত সীমায়
আমি হতবাক, বেচে আছি এবং থাকবো
আমরণ মনোঃকষ্ট নিয়ে।