হে জাতি, তোমাদের সামনে এক অনিশ্চিত
ভবিষ্যতের হাতছানি! তোমাদের নৈতিক পদস্খলন
তোমাদের পূর্বসূরিদের ভীষণ অপমানিত করে
তোমাদের ঘিরে আজ যতো ব্যর্থতার আয়োজন।

যাদের পায়ের কাছে ঠাঁই পেয়েছিলো পারস্যের মুকুট
যারা অভাবেও ছিলো ভয়ানক আত্মমর্যাদাবোধ,
যাদের বিশ্বাসের দৃঢ়তা ছিলো আকাশচুম্বী
একান্ত আল্লাহই ছিলো যাদের একমাত্র সম্পদ।

শয়তান যাদের ভয়ে রাস্তা ছেড়ে পালাতো
তুচ্ছরূপে যারা করতো দুনিয়ার সম্পদের মূল্যায়ন,
অমানিশায় কেটে যায় যখন আঁধারময় পৃথিবী
যাদের আলোতে পৃথিবী হয়েছিলো প্রজ্জ্বলন।

কেমন ছিলো পূর্বপুরুষেরা, কি করে যে তোমায় বলি
যারা ছিলো প্রতাপশালী পরিশ্রমী, বিত্তবান বিশ্বজয়ী
সেই মরুবাসীরা মানুষকে চিনিয়েছিলো মানবিকতা
সাম্য ও মর্যাদাবোধ শাসকের প্রতিচ্ছবি।

তাদের আদর্শ তোমার উপর প্রভাবহীন বলেই
পাশ্চাত্যের দাস হয়ে বেঁচে থাকতে হচ্ছে প্রতিনিয়ত!
তোমার ঐতিহ্যের শেকড় হারিয়েছো তাই
হেরে যাচ্ছো, মার খাচ্ছো মুষড়ে যাওয়া এক
চিতাবাঘের মতো।

হে জাতি, তোমাদের বিজয় সন্নিকটে
হারিয়ে ফেলা রাস্তায় পা রাখো একসাথে
ঐক্যের ঝাণ্ডা হাতে বিজয়ের বাণী মুখে রেখে
মিথ্যের সব রাজমুকুট পুনরায় চিনিয়ে আনো
বিধ্বংসী করাঘাতে।