আকাশ থেকে দ্রুততালে সরে যাওয়া
মেঘেদের দল জানে ক্ষণিকের অস্তিত্ব কতটা
কষ্টের হয়ে থাকে!
মানুষ বলে, অন্তরের কষ্টও নাকি তেমন ক্ষণিকের
অথচ হৃদয়ে জমে যাওয়া গাঢ় ক্ষতের আস্তরণ
কালের ব্যবধানে
আধিপত্য লাভ করে নিজের আবাসনে।
হারিয়ে যাওয়ার মানুষ সে তো
আজন্মই অচেনা, আপন হওয়ার নয়
চলে যাওয়ার মানুষ সে কি
চলে যাওয়ার পথে কোন বাধা মানে?
উবে যায় সব মায়ার ভয়।
মানুষই একমাত্র অদ্ভুত প্রাণী, যে
খুব যত্ন করে দুঃখ পুষে রাখতে জানে
পূর্ণতায় পূর্ণ জীবন হয় যদি আকাশচুম্বী, তবুও
বিষণ্ণ বদনে সাড়া জাগায় হারানোর আহ্বানে।
যে জীবন হার মানার নয়
হেরে যাওয়ার আগে
দৃঢ় মনোবলে বাধা পেরুয় হাসিমুখে,
সে জীবনে হারিয়ে যাওয়ার ভয়
উন্মুক্ত অবকাশে ছুটে
অমিলন রয়ে যায় হারিয়ে ফেলার অসুখে!