ছোট বেলায় ছিলাম আমি অনেক বড় বোকা
কাছে থেকে কভুও আমি কাউকে দেইনি ধোঁকা
হেসে খেলে বলে বেড়াতাম নানা কবিতা
বন্ধু ভেবে মিশে যেতাম সবাই হয়ে নেতা
মিলের কাছে হার মানতো ঝগড়াঝাঁটির দল
আনন্দ ও সুখের ভীড়ে হতো কোলাহল
দশে মিলে করে কাজ পেতাম মনে শান্তি
ভূবন ঘুরে নতুনরুপে দূর করে ভ্রান্তি
নিত্য আমি হারিয়ে যেতাম আকাশ ছোঁয়া স্বপ্নে
হাতের মুঠোয় পৃথিবীকে সন্নিকটে আনতে।
রাত আমার কেটে যেতো গভীর ঘুমের ঘরে
স্বপ্নে আমি চলে যেতাম ঘুরতে পাতালপুরে
সকাল হলেই মক্তব আমার নিত্যদিনের সঙ্গী
একটু বাদেই স্কুলে যাবো নানান করে ভঙ্গি
দিনের পর যাচ্ছে দিন আমার নেই কষ্ট
ভালোবেসে জীবনটাকে করিনি তো নষ্ট?
বড় ভালো ছোটবেলার গল্প সবার থাকে
শৈশব সবার সোনালি ফসল চোখেমুখে আকেঁ
নিষ্পাপ আমি ছিলাম তখন বিশাল মহারাজা
হারিয়ে ফেলা দিনগুলো দিচ্ছে আমায় সাজা।