রুক্ষতায় ঢেকেছে গাঁ কর্কশ মেজাজ
ময়েশ্চারাইজার'র বেশি দরকার
খস্খসে পাদদেশ নয়তো, অতীব
নিষ্পেষণে ফেটে হয়ে যাবে চৌচির।
ভোরের শিশির ঘাসবনে দেখা যায়
সাগ্রহে মন করেছে বরণ সবই
জড়ো হয়ে মানুষ কলরবে বেহুশ
কনকনে শৈত্য কাঁপছে সকলেই।
কুয়াশার ছায়ায় যাবতীয় ধোঁয়াশা
নিজেকে বাদে বাকি সব অচেনা, হায়!
এ কী বিচিত্রতা চিরচেনা আবেগে আঁকা
আমেজে এই বুঝি শীত এসেছে গাঁ'য়।
হিমেল হাওয়া ভোরের আলোয় মিশে
ডাকছে আমায় পিঠা-পুলির সংঘ
কাশবনে সাড়া ফেলে দূর অজানাতে
ঘুরে এসেছি গোলাপ, ডালিয়া'র দুর্গ।
চন্দ্রমল্লিকা ও হলুদ গাঁদার পত্রে
জমাটবদ্ধ স্নিগ্ধকর শিশিরজল
বাঁকা চাঁদের সাদা জোৎস্না শৈত্যাধিক্যে
রঙিন হাওয়ায় করছে টলমল।
খেজুর রসে হাওয়ায় ভাসে উদ্দেশ
সূর্যি মামা এখনও যে উঠেনি জেগে
হিরণ আমার মায়াবী রোদের স্পর্শ
প্রতিক্ষায় কাটে খড়ের অনল মেখে।
শুষ্কতায় ভেসেছে বিস্তীর্ণ চারপাশ
মুখর জনপদে নিশ্চুপ হাওয়ায়
আকাশে ভেসে বেড়ায় নীল মেঘের ভেলা
লোকালয়ে এই বুঝি শীত এসেছে গাঁ'য়।
পৃথিবী আজ ডুবেছে ঘুমের নেশায়
গায়ে জরিয়ে কাথা-কম্বলের ছাঁচ
পত্রহীনতায় বৃক্ষজননী মৃত
কুয়াশা বাহিনী আজকে করবে রাজ।
নবান্নকে পেছনে ফেলে খুঁজে পেয়েছি
নতুন আনন্দের স্লোগান, আমরন
তাই গেয়ে যাবো মাতনে শীতের গান
মুড়ি-মুড়কি, পিঠা মেলার আয়োজন।
আনন্দ কষ্টের মিশেলে ধূম সন্ধায়
জীবনের পথ হারিয়ে পুনশ্চ খুঁজে যায়
বাস্তবতার ঘুড়ি যখন কুয়াশায় ঢেকে যায়
রাজ্যে, এই বুঝি শীত এসেছে গাঁ'য়।