মন্দ কাজে পটু মানুষ
অসৎ মতে উড়ায় ফানুস
করতে অন্যের ক্ষতি,
শয়তানি তার নিত্য পেশা
খারাপ কাজেই জোটে নেশা
তাছাড়া নেই গতি।
পকেট ভরা নীতি যাদের
বুঝতে বাকি নেই যে তাদের
বিজ্ঞ যেথায় হারে,
তবু তারা করে চুরি
পরের বুকে মারে ছুরি
আঘাত করে ঘাড়ে।
চোরের মায়ের বড় গলা
মিথ্যে পথেই সর্ব চলা
মিথ্যে যাদের গর্ব,
কালো মেঘে জীবন ছাওয়া
বিশ্রী নীতি গিলে খাওয়া
জীবন যাদের খর্ব।
সমাজ যখন চোরের হাতে
চোরে চোরে ঐক্য জাতে
সাজে নবাবজাদা,
বিজ্ঞ জনে জানায় সালাম
সত্য যেথায় নেই কোন দাম
শুদ্ধ জনম বাঁধা।