আমার জানা নেই,
আমি কাল বেঁচে থাকবো কি না!
আমি আজও চলে যেতে পারি
আমি চলে যেতে পারি এক্ষুণিও
এ দুনিয়ার মায়া ছেড়ে।
আমার বেঁচে থাকাটা অনিশ্চিত
নিশ্চিত আমার মরে যাওয়াটা।
অথচ আমাদের সমস্ত আয়োজন
বেঁচে থাকাকে নিয়ে, যেখানে
মৃত্যুর আয়োজন আমার জন্য করা হয়ে গেছে।
প্রতিদিন, প্রতিনিয়ত উপেক্ষা করে যাই
মৃত্যুর হাতছানি
শূন্য চাহনিতে খুঁজে ফিরি শুধু
সুখের কর্ণকুহর।
চাহিদার যেন নেই কোন অবকাশ
চাওয়াদের পূর্ণতায় পাওয়ারা যখন ডানা মেলে,
হৃদয় ভাসে তখন তৃপ্তির অথৈজলে।
সকাল শেষে সন্ধ্যা পেরুয়
রাতের আকাশে চাঁদের জ্যোৎস্না উপস্থিত হয়,
তারকারাজি আড্ডা বসায়
রাত শেষে দিন আসে।
অন্তরেখা ধরে এভাবেই বিলীন হয়
জীবন খাতায় লিখে দেওয়া কিছু মাসের,
কিছু বছরের
দিন যতোই ঘনিয়ে আসে, ততোই
প্রবল ভাবে টিকে থাকার ইচ্ছে জাগে জীবন সাগরে
স্বপ্নেরা অতি সঙ্গোপনে বাসা বাঁধে,
ভালোবাসা এসে জড়ো হয় দুয়ারে।
মরে যেতে যেতে বেঁচে থাকার ইচ্ছে জাগে আমার
জানি, এ জীবন মরণের
তবুও বেঁচে থাকার মাঝেই মরণকে
আপন করে নিই ভালোবেসে,
আর এ জীবন বিলিয়ে যাই, মরণের তরে।