যা কিছু হারিয়ে ফেলার ছিলো
সেসব কিছু হারিয়ে যাওয়ার পরে,
চেনা-অচেনার হিসেব ভুলে গিয়ে
নিজেকে নিয়েছি অধিক আপন করে।