আকাশটা ঘুটঘুটে অন্ধকার
তার বুক চিরে বয়ে চলেছে মেঘেদের দল
সূর্যটা যেন লুকিয়ে গিয়েছে কোন এক সুদূর কাশবনে
জলের ধারা ক্রমাগত নিয়মে ঝরঝর করে পড়ছে
এ যেন চিরপরিচিত আকাশের কান্নার
এক রহস্যময় রূপ।
শুনেছি, বৃষ্টি আসলেই মানুষের মন খারাপ হয়
আবেগের দল মেলে ধরে তাদের সবকটা ডানা!
স্মৃতির ফানুসে করে উড়ে বহুদূরে চলে যায়
কাকুতিময় অন্তর,
বৃষ্টির সাথে কথা বলে মানুষ মনের কষ্ট দূর করতে চায়
কিন্তু, বৃষ্টি কি আদৌ কারো হাতছানিতে পিছু ফিরে?
বৃষ্টি মানুষের অন্তরের ডাক স্পষ্টতই শুনতে পায় না
তবুও মানুষের আজন্ম সৃষ্টি হওয়া
এক ভুল বিশ্বাসের নির্ভরতায় নিমিষেই মন ভালো করে দিতে পারে।
আমাদের জীবনেও বৃষ্টির মতো
কিছু রহস্যময়ী মানুষ রয়েছে, যাদের পেছনে
আজীবন আমরা আমাদের আবেগ খরচ করি।
অন্ধ বিশ্বাসে হৃদয়ের সবচেয়ে ভেতরের দরজাটা খুলে দিয়ে ডাকি, তাকে বসাই মনের মণিকোঠায়
অথচ এরাই আমাদের
সবচেয়ে বড় ক্ষতিটা করে, হৃদয়ের অন্তরালে
নিভৃতে ঢুকে সবকিছু ভেঙে
তছনছ করে চলে যায়। কাঁদায় আমাদের,
হারিয়ে ফেলি জীবনের ভারসাম্যতা।
বেগময় জীবনে কখনোই আবেগ স্থান পেতে পারে না
তবুও, কিছু জীবন আবেগিই থাকে আজীবন
অন্ধবিশ্বাস তাদেরকে এতোটা কাবু করে
যে, তারা সবকিছুর পরেও ঠিক তাকেই মিস করে
যে তার জীবনের সবচেয়ে বড় ক্ষতি সাধন
সম্পাদন করেছে।
এ রহস্যময়তা, এ প্রহেলিকার গল্প
জানি শেষ হওয়ার নয়,
দিন শেষে কেউ তার আপন নীড়টা খুঁজে পায়
আর কেউ অবলীলা আর অবহেলাপূর্ণতায়
হারিয়ে ফেলে চিরতরে।