প্রিয়তমা,
আজ কতোটি বছর পেরিয়ে গেলো
তোমাকে দেখা হয়না, তোমার চোখে চোখ
রাখার প্রতীক্ষায় আমি বিভোর হয়ে থাকি।
আরো একটিবার তোমার হাত ধরবো বলে
তোমাকে ভেবে ভেবে নিথর হয়ে তালাবদ্ধ কামরার
কোনো এক কোণায় উন্মদ হয়ে পরে থাকি।
কখনোও ঘাসময় খোলা মাঠে আকাশ দেখতে দেখতে
অথবা দীর্ঘভ্রমনে ট্রেনে জীর্ণ একাকী পাশের সিটটাতে
কখনোও বা সমুদ্র পাড়ে সূর্যাস্তকাল উপভোগে
আজও তোমার অনুপস্থিতি আমি হারে হারে টের পাই
এ যেন এক অনুভুতি-আবেগহীন এক জ্যান্ত লাশ আমি।
প্রিয়তমা,
তোমার সাথে কাটানো সময়গুলো আমার জীবনের চরম কষ্টকর
যেন সর্বদা বিষধর সাপের ছোবলে পুড়ে যাচ্ছি আমি।
গভীর রাতের আঁধারে স্মৃতিগুলো পেছনের দরজা
দিয়ে প্রবেশ করে
ঘুমন্ত আমাকে বারবার ডেকে ফিরে তারা
চোখেমুখে তোমার ছবি ভাসে, ঘুম ভেঙে যায় আমার
তোমার সাথে আমার প্রতিটা রাত কাটানোর কথা ছিলো
অথচ ভাগ্যের কি পরিহাস দেখো,
আজ আমি নিস্তব্ধ নিরব রাতে একাকী জাগ্রত
আর তুমি পরম শান্তিতে ঘুমাচ্ছো!
প্রিয় ভালোবাসা আমার,
তোমাকে আমার কিছু বলার নেই
আমি জানি আমি কোনো ভুল করিনি তোমাকে ভালোবেসে
তোমাকে কথা দিয়েছিলাম, তোমার পাশে থাকার
তুমি হয়তো আমাকে ছেড়ে চলে গিয়েছো, আমি পারিনি
আর তাইতো বোকার মতো সারাটাজীবন
তোমাকে ভালোবেসে ঠকে গিয়েছি।
আজও অপেক্ষা করি কোনো একদিন হয়তো
আমার ভালোবাসা সত্য হলে
আবারও তুমি ফিরে তাকাবে।
আর শোনো, আমি বেশ ভালোভাবেই বেচেঁ আছি
হাজারো মনোঃকষ্টে আমার নিদারুণ নিয়তিকে নিয়ে।