যখনি আমাতে বুঝতে চলা
তখনই কানেতে ধ্বনিত বাণী
জীবনগড়ার সময় এলো
গড়তে হবে জীবনখানি।
জীবন তো সে চলছে বেশ
তারও আবার ভাঙ্গাগড়া!
নিস্কৃতি নাকি আরো ভয়ঙ্কর
সুশৃঙ্খল জীবন ছাড়া।
কিংকর্তব্যবিমূঢ় আমি
ছিলাম তখন তৎপর,
ব্যঙ্গকাব্যে রচিত মহিতে
ভেবে পায়নি সদুত্তর।
কালোমেঘে ঢাকা ঘন আধারে
আলোর জন্য ছটফটানি,
আমাবস্যার চাঁদ হয়ে তুমি,
দেখা দিয়েছিল তখনই।
নিজের আলোতে আলোকিত হতে
দেখিয়েছিলে আলোর দিশা,
জীবনযুদ্ধে সৈনিক বানিয়ে
দুর করেছিলে অমানিশা।
জীবনযুদ্ধের ঘোষক তোমরা
সত্য পথের প্রদর্শক,
চির উদ্ধত শির তব
প্রাণপ্রিয় শিক্ষক।