১৭ কোটি জনগনের
একটিমাত্র দাবি
কোটা প্রথা নিপাত যাক
মুক্তি পাক মেধাবী।
মুক্তিযোদ্ধারা দেশের তরে
দিয়েছিল তাদের প্রাণ
বাংলার মানুষ আজীবন ধরে
জানাবে তাদের সম্মান।
তাদের প্রাপ্য তারা পাবে
অন্য কেহ নয়
মেধার লড়াইয়ে নামতে কেন
নাতি পুতনির ভয়?
বঙ্গবন্ধু চায়নি দেশের
কোন রকম বৈষম্য
তাই তো দেশে যুদ্ধ হলো
অধিকার আদায়ের জন্য।
দেশের মানুষ যুদ্ধ করলো
বৈষম্যের বিরুদ্ধে
জীবন দিল,ইজ্জত দিল
মহান মুক্তিযুদ্ধে।
স্বাধীনতার পর ফিরলো তবু
কেন সেই বৈষম্য
কেন মানুষ মারছে ওরা
ঢাকতে ওদের কর্ম।
শিক্ষার্থীরা জেগেছে আজ
দিচ্ছে ঐক্যের ডাক।
কোটা প্রথা নিপাত যাক
মেধাবীরা মুক্তি পাক।