শেষ হলো অপেক্ষার প্রহর
এলো সেই মাহেন্দ্রক্ষন
আজ সমাজবিজ্ঞান বিভাগের পিকনিকে যেতে
উৎসুক সবার মন।
সবার চোখে ঘুম নেই
কখন হবে ভোর
সহপাঠীদের সাথে মিলিত হতে
সময় আর কত দূর?

শত ব্যস্ততা আর ফেলে সব কাজ
স্যার ম্যাডামদের সাথে নিয়ে
পিকনিকে যাচ্ছি আজ।
সবার মুখে হাসি
চোখে যেন তৃপ্তি
প্রাতিষ্টানিক শিক্ষাজীবনের শেষে এসে
এ যেন সেরা একটি স্মৃতি।
হাসি খুশি আনন্দে যাবে
আজকের দিনটা কেটে
তারপর বিষন্ন মনে সবাই
যাবে ফিরে বাড়িতে।
জীবনের শেষ সময়ে ও এসে
দৃশ্যপটে ভাসবে  এসব পুরনো সকল স্মৃতি
আনমনে ভাবতে ভাবতে বলব তখন
একসাথে থাকতে পারলে মোরা
কি আর হতো ক্ষতি?