আজ পৃথিবীর কোনে কোনে
অন্যায়ের বসবাস
সত্য আজ পরাজিত
নির্যাতিত নিপীড়িত
মানুষেরা করে হাসফাস।
আজ সত্যের তরে
আমি যদি যাই মরে
কোন একদিন
তখন কি চিরতরে হারিয়ে যাবে
একটি নাম
আলিম উদ্দিন।
আমার দেহের প্রস্থান হতে পারে
সরাতে পারবেনা আমার মন
কারন
আমি রাজনীতি, দূর্নীতি,
দলাদলি মুক্ত হয়ে
কাটিয়েছি সুশীল সামাজিক জীবন।
আমি কোন দলের ছিলাম না
ছিলাম না কোন নির্দিষ্ট গোষ্টীর
আমি ন্যায়ের পথিক ছিলাম
তাহাই আছি
যতদিন বেঁচে থাকবো
ততোদিন উচু করিব শির।