আমরা অতি ক্ষুদ্র প্রাণী
ক্ষুদ্র মোদের জীবন
ক্ষনস্থায়ী দুনিয়াতে
রহিবোনা কোন জন।
সময় যখন ফুরিয়ে যাবে
আজরাইল আসিবে
আমাদের প্রাণ বায়ুটা
নিয়েই যাবে।
শুন্য পড়ে রবে দেহ
শুন্য হবে ঘর
আমার আপনার শেষ ঠিকানা
হবে যে কবর।
কিসের এত অহংকার মোদের
কিসের এত ভাব
ধনী গরিব সবাই মরবে
মরতেই হবে সব।
কারো মনে কষ্ট দান
কারো মনে যন্ত্রনা
সময় থাকতে ক্ষমা চাই
আমরা সর্বজনা।
পাপমুক্ত রুহ নিয়ে
জাগতে চাই কেয়ামতে
আল্লাহ যেন তাওফিক দেন
এই ধরণীতে।

আলিম উদ্দিন
৩/৬/২৪