বন্ধু আমার চাকরীজীবি
তাইতো অনেক ভাব
সবকিছু আছে বটে
শুধু একজন সঙ্গীনীর অভাব।
সবাই মিলে চিন্তা করে
ঘুচাতে তার দূর্দশা
চারদিকে লোক লাগালো
পেতে কন্যার দিশা।
অবশেষে পাওয়া গেল
বন্ধুর সঙ্গীনী
ফেইসবুকে অনার্স মাস্টার্স
ইউটিউবের রাধুনি।
শত গ্রুপের এডমিন উনি
অনেক পেজের মালিক
ফ্রি ফায়ার যুদ্ধা আবার
সবকিছুতেই ঠিক।
বন্ধু আমার মহাখুশি
হবে স্বপ্ন পুরন
বাইকের পিছে ঘুরবে নিয়ে
রাখবে সারাজীবন।
বিয়ের সব কথাবার্তা
হয়ে গেল ঠিক
১০ লক্ষ কাবিন যেন
তার রুপেরই ঝিলিক।
বিয়ের পর বন্ধু আমার
পড়লো মহা মুশকিলে
রুপ তাহার দেখছিল যা
হয়েগেছে তা কালোজিরে।
ফেইসবুকে তাহার আবার
অনেক বয়ফ্রেন্ড
রাত দিন চ্যাটিং করে
স্মার্ট ওইমেন।
কয়েকদিন পর উনি
নিজেই দিলেন তালাক
১০ লক্ষ গচ্ছা গেল
মিটলো বিয়ের স্বাদ।
এভাবে কাবিন ব্যবসায়
হলেন উনি রাণী
সমাজটা বদলে গেছে
বেড়েছে কুটলামি।
নারী মা নারী বোন
নারী শ্রেষ্ট জাতি
সবাই মিলে শপথ করি
করবোনা কারো ক্ষতি।