ফাসি চাই ফাসি চাই
ধর্ষকদের ফাসি চাই।
এই বাংলার জমিনে
ধর্ষকদের ঠাই নাই।
ফাসি চাই ফাসি চাই।
ধর্ষকদের শাস্তি হউক
জনতার সম্মুখে
অন্যরা যাতে সাহস না পায়
ধর্ষন করতে।
ধর্ষিতার জানাজার আগে
ধর্ষকের হউক ফাসি
তনু-আছিয়ার মত কারো
চাইনা মোরা ক্ষতি।
যে দলের হউক,
যে নেতাই করুক
রুখতে তাদের হবে
সবাই মিলে এক হয়ে গেলে
ধর্ষন কমে যাবে।
ধর্ষন কমে যাবে।