ফেইসবুকে ঢুকলেই
হাসি আর ঠাট্টা
কখনো আবার চ্যাটিং করে
কাটিয়ে দেয় রাতটা।
নিউজফিডে বার বার
উকি মারে স্বল্প
ছ্যাকা খেয়ে বাকা হওয়া
দেখে প্রেমের গল্প।
হঠাৎ করে দেশটা আবার
গুজবে সয়লাব
বাশের পানি খেলে সবাই
রোগ নাকি যায় সব।
কেউ বা দেয় পোস্ট
পৃথিবী হচ্ছে ধ্বংস
পাথর পড়ে মানবজাতি হবে নাকি নির্বংশ।
কেউবা গরুর মুতে রোগমুক্তি খোজে
৫৭ জন ডেটল খেয়ে
মরে গুজবে।
ফেইসবুক তোলপাড় ছিল সব ঘটনায়
সবকিছু স্থবির
করেছিল করোনায়
আল্লাহর শক্তি বাস্তবে দেখিয়া
ইসলামি পোস্টে ছিল
ফেইসবুক দুনিয়া।