মিথ্যুক এই ধরার বুকে
বেঁচে থাকাটা
শুধুই বিলাসিতা,
যেখানে নেই কোন ভালোবাসা
নেই কোন মানবতা।
সেখানেই বেঁচে থাকাটাই
বিলাসিতা।
যেখানে প্রিয়জনরা দেয় যন্ত্রনা
স্বার্থছাড়া সবই অচেনা
যেখানে কেউ রাখেনা কারো কথা
সেখানে বেঁচে থাকাটা বিলাসিতা।
যেখানে নেই কারো মনুষত্য
হারিয়ে গেছে সততা
সেখানে বেঁচে থাকা বিলাসিতা।
যেখানে মুখে হাসি রেখে
সইতে হয় সকল ব্যথা
সেখানে বেঁচে থাকাটাই বিলাসিতা।
এখানেই থেমে যাক আমার
সকল কবিতা
আমাকে নিয়ে যাক
মৃত্যুটা।
🖊️মোঃ আলিম উদ্দিন