আমাদের সভ্যতার উষর ভূমি,
আমাদের আবেগ-ভালবাসার শহর,
ফিলিস্তিনের জেরুজালেম।
আজ এক রক্তাক্ত প্লাবন বয়ে যাচ্ছে,
গুলতির বদলা যখন কামানে নেওয়া হচ্ছে।
প্রতিটি বাড়ি যখন লাশ দাফনে ব্যস্ত।
স্বজন হারানোর বেদনায় যখন নীলাভ মুখ।
প্রিয়জনের অপেক্ষায় যখন ইফতার হয় নুনপানিতে।
ঠিক তখনি বিরাট ভূরিভোজে
তোমার সংযম পালন হচ্ছে।
হে মুসলমান,কেমনে পারো
এত নিষ্ঠুর হতে?
ভাইয়ের রক্তের দাগ যখন
ফিলিস্তিনের মাটির গন্ধ বদলে দেয়।
তখন কেমনে পার মুসলমান
রকমারি ইফতার,মাটন,বিরিয়ানি,হালিম খেতে?
পৃথিবীর এ প্রান্তে তুমি তার খবর দেখ।
শত ব্যস্ততা তোমার,কাউকে নিয়ে-
ভাববার সময় কয়?
এ বিশ্বগ্রামে আজ যা ঘটেছে ঐ বাড়িতে,
কাল তা হানা দিতে পারে তোমার বাড়ি।
এভাবে অনেক জাতীয় চিন্তার খপ্পরে,
মুসলিম হারিয়েছে গৌরব চিরতরে।
সময় থাকতে তাই হও সাবধান
ভাব তাঁদের নিয়ে আপনার ফাঁকে।
দিয়ে কিছু সময়,শ্রম কিংবা ঘাম।
আজিকে আমার প্রশ্ন জাগে অনেক,
আমরা কি তব মুসলমান নই!
আমরা কি সকলে ভাই ভাই।
অনেক হাতড়িয়ে ইতিহাস চিরে
উত্তর খোঁজে পাই।
সমগ্র বিশ্বের মুসলিম যবে এক হবে
উৎপীড়িতের ক্রন্দন তবে হাওয়ায় মিলে যাবে।
তাই আসুন সকলে মিলে
ভালবাসা বাড়াই
ফিলিস্তিনের তরে।