আমি কাঁদি বোনের জন্য
বোন শুনলো না মানা !
আমার বোনটি চলে গেল
আর তো ফিরে আসবেনা।
আমার বোনের মুখে ছিল মিষ্টি মিষ্টি হাসি
ছোট্ট সেই বোনটাকে আমি খুবই ভালোবাসি। পর্দাশীল বোনটি ছিল সত্য কথা বলিত, জহিরিয়ার ছাত্রী ছিল ৬ষ্ঠ শ্রেণিতে পড়িত। বোনটি ছিল বুদ্ধিমতি মেধাবী ছাত্রী
দুনিয়া ছেড়ে চলে গেল ১৫ ই এপ্রিল রাত্রি।
১২ই এপ্রিল বাসায় ছিল
তখন হলো শেষ দেখা
কপালে তখন দেখা দিয়েছিল তার
গভীর চিন্তার রেখা।
আমি যখন তাকে দেখে আসতে ছিলাম ফিরে
শেষ বারের মতো বোনটি ডাকছিলো আমারে।
হঠাৎ করে শরীর খারাপ নিতে হবে হাসপাতালেতে
কিছুক্ষন পূর্বে কেঁদে কেঁদে সে
বলে সবাইকে।
ভুলত্রুটি তাহার সব ক্ষমা করে দিতে।
কাতর কণ্ঠে বলে সে
আমাকে নিলে হাসপাতালেতে
জীবিত ফিরে আসবো না আর
এই বাড়িতে।
১৫ই এপ্রিল রাত্রি ২০১৩ সাল
প্রান পাখিটা চলে গেল
দিয়ে গেল উড়াল
বোনটি ছিল বিনয়ী
ভদ্র আর নামাজী,
সময়মত নামাজ রোজা
পালন করতো সবই।
হঠাৎ ভোরে খবর আসে
বোনটি আমার নাই
অশ্রুসিক্ত নয়নে তখন
তাদের বাড়ি যাই।
ভরপুর বাড়িঘর
বোনের অপেক্ষাতে
সবাই কাঁদে, আমি ও কাঁদি
সময় যায় কাঁদিতে কাঁদিতে।
আমিনা আক্তার তাম্মির লাশটা যখন
আনা হলো বাড়িতে
আত্মীয়স্বজন, শিক্ষক আসলেন
শেষ বিদায় দিতে।
দেখলো যখন তাম্মির মুখ
কতজন হইলো বেহুশ।
শত শত মানুষ আসে বোন কে দেখিতে
লাশটা দেখে সবাই ফিরে কাঁদিতে কাঁদিতে। গোসল শেষে তোলা হলো
চারপাওয়ালা খাটিয়ায়
বোনকে কাঁধে নিয়ে আমি
হাটছিলাম রাস্তায়
চারিদিকে মানব ভিড়
গ্রামবাসীদের হায়হায়
হৃদয় ভাঙা দৃশ্য দেখে
কাঁদলো বুঝি এ ধরায়।
জানাজা শেষে বোনের লাশটা
কাঁধে তুলে নিলাম
চোখ বেয়ে অশ্রু ঝরে
বিষাদে কাদিলাম
হঠাৎ করে বোনের
একটি কথা মনে পড়ে যায়
যে কথাটি আমাকে বার বার কাঁদায়। ফজরের নামায পড়ে বোনটি একদিন
এসেছিল মোদের বাড়িতে
পরীক্ষার জন্য তার সাজেশন্স নিতে। বলছিলো ভাই,
সাজেশন্স দিবে কোনদিন?
বলোনা আমারে
বলছিলাম আমি সাজেশন্স দিবো পরীক্ষা আসিলে।
পরিক্ষা কত আসলো গেল
তোমার সাথীরা ডিগ্রি পেল
তুমি না থাকিলায়
বোনগো,
তোমার কথা মনে পড়লে কাঁদি যন্ত্রনায়।
তাম্মি আমার নেই যে এ ধরায়।
কে ডাকিবে মায়ার কন্ঠে ও আমার ভাই
বোন ছাড়া এই ভাইয়ের কষ্ট কেমনে যে বুঝাই?
তোমাকে আর লেখাপড়া পারব না শিখাতে একলা পথের পথিক হলে আমায় নিলেনা তোর সাথে।
তোর মৃত্যুর পর বোন গো
প্রিয় বোন রিমা গেল চলে
১৭ বছরের রিমা ও নাম লেখালো তোর দলে।
কিছুদিন পর চলে গেল
একমাত্র ভাগ্না
আমাদের চাচী ও চলে গেলেন
কেহ তো আর থাকলেনা।
৫ বছরের ব্যবধানে সবাই গেলে চলে
আমি ও আসছি বোন গো
তোমাদেরই দলে।
তোমাদের হারানো ব্যথায় আজি
কাঁদি বারংবার
দুয়া করি আল্লাহ তা'য়ালা
জান্নাত দান করুন সবার।