কিছু কিছু জল আছে,
ছোঁয়া যায় না।
কিছু কিছু জল
ছুঁয়েই থাকে।
কিছু কিছু জল
বায়ুতে ঢেউ তোলে।
কিছু কিছু জল
ডোবায় আবার ভাসায়।
এমন সমীকরণে,
জলের আদি সৃষ্টি পথ খুঁজি।
আমার কোন জল নেই,
রং নেই,
জলাশয়,
তাও নেই।
কেবল রংধনু স্বপ্ন নিয়ে,
জলের গায়ে উড়াই ঘুড়ি।