সব পখে চলতে শিখনি
কিছু কিছু পথ ভুলে পেয়োছো
সামাজিক শিকলের অদৃশ্য বন্ধনে জড়িয়ে
আলোকিত ভুবনের ইতিহাস লেখা হয়নি।
সংসারের রক্ষিতা হয়ে রঙিন বেলুন,
উড়তে জানে, রক্ষা করতে জানে না।
তথাপি অতি যত্নের সুড়ঙ্গ পথে
ঘুণপোকা লেগেই থাকে।
ঘর আর বনসাই ব্যালকোনিতে
লক্ষন রেখায় আবদ্ধ
সমস্ত আঙ্গিনা জুড়ে সাদা প্রহরীর
কাটা তার, লাল চোখ।
যত কাছে আসে, ততটায় দূরে যাও।
ভূবনময় একি বিদ্যার বহু রঙ
ঝড় ওঠে, বৃষ্টি নামে, ফুল ফোটে
সে তোমাকে পায় না।