শুন্য ভুবন
মোঃ আব্দুল আলীম
আমার এ হৃদয় মাঝে
বসত করে গড়েছো
ভবের এ-ই সাঙ্গ লিলায়
আমায় নিয়ে খেলিছো।
লাল সবুজে জাগায় বুক
ভেঙ্গেছ ফুটিয়ে ত্রিশূল
এ বুকে ফালাফালা
দিশেহারা নেই যে কুল।
ধরার মাঝে সুখের ঘর
স্বপ্নময় হরন করেছো
তৃষিত এ পূর্ণ জীবন
শুন্য করে গিয়েছো।
সাঙ্গো হলো,সাঙ্গো হলো
জীবন নদীর এ দরিয়া
সুখের দেখা কবে পাবো
শুন্য এ ভুবন ছাড়িয়া।
######
রাজগঞ্জ বাজার
যশোর
২৩/০১/১৯১৯