ক্ষনিক দাড়িয়ে গহিণ বনে
ভাবি নিরালায় আনমনে,
সৃষ্টির রঙ্গমঞ্চে আলো তুমি
এখনো সন্ধ্যা প্রদীপ জ্বালাতে অক্ষম আমি।
তুমি আসবে বলে প্রতিক্ষারত
অসুখ বেড়ে পচন ধরেছে ক্ষত,
আজ ভয় হয় তুমি নেই পাশে
ঔষধ পথ্য কেইবা নিয়ে আসে?
পিয়াসু, তুমি আসবে......
পিড়িত ক্ষতের পাশে বসবে,
তোমার আগমনে প্রশান্তির হাসি হাসবো
ভালোলাগা ভালাবাসার কথা বলবো।
তুমি শুনবেনা তবুও বলবো আমি
মনের মন্দিরে যত কল্পনার বানী,
গৌধুলীলগ্নে অপরুপ সাজে তুমি আসবে
ঘুমান্ত হৃদয় মাঝে প্রদীপ হয়ে জ্বলবে।
তুমি আসনি...........
সত্যিই কি তুমি অভিমানি?
আর যে পারিনা একা গহীন বনে
তুমি ছাড়া বৃথা সবই এ মনে।
দেখা দাও সব জড়তা ছাড়ি
পৃথিবী করবো জয়,চড়বো গাড়ি
তুমি আসবে বলে আজও প্রতিক্ষায়
তুমি আসনি তাই ক্ষতবিক্ষত এ হৃদয়।
#########