তুমি দুর আকাশের ধ্রুব তারা
কখনো আলো,কখনো মেঘ বৃষ্টির ধারা
আমাকে নিয়ে খেলেছ ধরায় পুতুল  খেলা
তবুও তোমাকে ছাড়া ভাসাতে পারিনা ভেলা।
তোমার অপরূপ  সৌন্দর্যে অনেকেই মুগ্ধ
তাইতো আমি তোমার রূপে দগ্ধ,
তুমি বিহনে পোড়া মনে ক্ষত
তোমার পরশে হয়তো নিঃশেষ হত।
                ###########
            রাজগঞ্জ বাজার
                 যশোর । ১২/০৬/২০১৮