মনের ভিতর লুকিয়ে থাকা যতো ব্যাথা
বলতে পারেনা জনসম্মুখে সে সব কথা
সবাই ভাবে তার নিজের আখেরিটা আগে
অন্যেরটা ভোগ করে দ্রুত ভাগে।

সমাজে গুনি,লোকের সম্মান নাই
আদর স্নেহ ভালোবাসা উঠেগেছে তাই
কে ভালো, কে মন্দ, দেখাদেখি নাই
খারাপ কাজে নিঃলিপ্ত সদা হাঁসে ভাই।

নিজের বোঝা অন্যের কাঁধে চাপিয়ে হাঁসে
নিজের পায়েই কুড়াল মেরে ফাঁসে
যখন থাকবেনা কোথাও কোন কুল
বুঝবে?জীবনে যা করেছে সবই ছিল ভুল।
                                           ######