হৃদয়ে ক্ষত
মোঃ আব্দুল আলীম
(সনেট কবিতা)
হৃদয়ে সুপ্ত প্রতিভা পুড়ে পুড়ে ছাই।
কখন মরি অশনি সংকেত ভয়।
তবুও এ গুটিগুটি পায়ে চলা পথ।
কেউ জানেনা কখন থামিবে এ রথ।
দিগন্তের হাসি মাখা সূর্যের কিরণ,
ঝড়োমেঘে ঘরে হানা, করছে হরন
চোখেরই জলে ক্ষত,থামেনি নহর,
হৃদয়ে জ্বালা নিভাতে আসেনি বহর।
বুকে জ্বালা, বহিবার ক্ষমতা হে,দাও।
তোমার সৃষ্ট যন্ত্রণা ফিরিয়েই না-ও।
পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্য জীবনই বৃথা
সৃষ্টিতে অমান্যকারী মানবের কথা।
দয়াময়, সবকিছু ভুলে কর দান।
হৃদয়ে ক্ষতপূর্ণতা কর হে মহান।।
#######
রাজগঞ্জ বাজার
যশোর
১৬/০৬/২০২০