ক্ষত (সনেট কবিতা)
মোঃ আব্দুল আলীম
কফি হাউজে আড্ডার সে দিনের কথা
সবাই ভুলে বিদেশে কষ্ট করি জয়
যতই দুর্ভেদ্য হোক কাজ,নেই ভয়
আজ-ও ভুলিনি ক্ষত,ব্যবসায়ে ব্যথা।
অকুতোভয় শ্রমিক বিদেশকে গড়ি
স্বপ্ন কুঁড়েঘরে ইট,উঠিবে পাথর
জ্বলিবে রঙিন বাতি, রটিবে খবর।
সংসার মোহ ত্যাগে হবে টাকা কড়ি।
দুয়ারে কড়া নাড়িবে সকল সজন ।
ভুলিবে মিলিত সঙ্গ,পেলেই ভোজন
এমনই শত আশা বাঁধে মোর মন
ভাঙ্গিল সকল স্বপ্ন, পড়ে খানখান।
মেরুদণ্ড ভেঙে ক্ষত,অসাড়ই ধ্যান।
খোদা মাঙ্গি হাত,করো মঙ্গল আছান।।
########
রাজগঞ্জ বাজার
যশোর
২৭/০২/২০২০