প্রতীক্ষা
মোঃ আব্দুল আলীম
জগত জোড়া আনন্দেরই ঝর্ণা ধারা
বহিছে ভুবন,ফেলেছে হৃদয়ে সাড়া
সবাই উত্তল প্রমের জ্বরে মগ্ন
শুধু তুমি ঘুমিয়ে,আমি জাগ্ন।
নিশিভোর কেঁদেছি কখন ডাকবে এসে
কখন করবে আদর পাশে বসে
আজও নিশিভোর তোমার আগমনে বসে
প্রতীক্ষার প্রহর গুনছি ভালোবেসে।।
#######
রাজগঞ্জ বাজার
যশোর
01/12/2018