"দর্শী"
মোঃ আব্দুল আলীম
(ষোড়শপদী কবিতা)
অমানিশি পুড়ামনে জ্বলে আগু বাড়ে দ্বিগু
বারেবারে ডাকি তারে কেম্নে ছুঁয়া পায় তারে
কেম্নে ডাকে পাবাে আমি অন্ধকারে দেখা তারে
মহাবিশ্ব ভূমন্ডলে দিবে ধরা নিভে আগু।
সবুজের বুকে ভাবি সারাক্ষণ হৃদে ভয়
কোন সুধা বক্ষোপরি স্বর্গ সুখে পাবো দেখা
হে কান্ডারী মহাকাশ ভেদী তুমি দাও দেখা
সংসার মোহ ত্যাগে শুভক্ষণে হবে জয়।
ঘূর্ণিপাকে নষ্ট জাতি দেহে জ্বালো আলো
ডুবে যারা পিষ্ট সবে মন্দ যতো জ্ঞানার্জন
ভেদাভেদ ভুলি ভাবি তারে ডাকি সারাক্ষণ
কল্পনায় মগ্নতাকে স্পর্শ ভেদি বক্ষে জ্বালো।
রঙ্গমঞ্চ ভুলি মোরা অঙ্গেগড়ি তারে ভয়
স্বর্গসুধা পান করি জান্নাতির মেলে দ্বার
নষ্ট ঠেলে দেখি তারে জগতটা কতভার
স্বর্গলাভে মর্ত্যলোকে প্রভূ দর্শী ভীতি জয়।।
#######
মোঃ আব্দুল আলীম
রাজগঞ্জ বাজার
যশোর
৩০/০১/২০২১