জীবনেরই রঙ্গশালায়
যতই পড়ি গোলকধাঁধায়
সুখের নেশায় কেনা ছুটে
কার ভাগ্যে কতোটা জুটে।
সম্পদশালীরা বলে আরো দাও
সৃষ্টিকর্তা বলে নাও নাও আরো নাও
মরণ নেশা ছুটছে পিছে
জগৎ সংসার সবই মিছে।
              ####