শুভ নববর্ষ বাংলা ১৪২৫,
প্রতি বছরের ন্যায় এসেছে বৈশাখ
আনন্দে মাতোয়ারা সারাদেশ।
আমাদের দেশে হিন্দুরা সবে
করছে আজি, চৈত্রসংক্রান্তি পূজা।
নেই ভেদাভেদ হেথা,
ধনী আর গরীবের
চাকুরীজীবী চাষাদের।
একই দেশে জন্ম নিয়ে
হিন্দু মুসলিম ভাই ভাই।
একই দিনে মেতেছি আজি.....
দুই মাসেরই খেলাই।
তাহলে কেন আজি মোরা
একই দিনে দুই ধারায়।
সমাধানের পথ কি!
আমাদের জানা নেই?
##########
রাজগঞ্জ বাজার
যশোর। ০১/০১/১৪২৫ বাংলা